
বিয়ের দাবীতে দড়ি হাতে প্রেমিকার
বাড়ীতে প্রেমিকের অনশন
হরিরামপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন রবিউল হাসান রবি (২৮) নামে এক যুবক।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, তিন মাস আগে রবিউল ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনাও হয়েছিল। তবে সম্প্রতি তরুণী যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে রবিউল অনশনে বসেন, যা ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তরুণী অভিযোগ করে বলেন, রবিউলের সঙ্গে শুধু কথা ও সামান্য দেখা-সাক্ষাৎ হয়েছে, এর বাইরে কোনো সম্পর্ক নেই।
তিনি দাবি করেন, রবিউল তার সম্মানহানির চেষ্টা করছেন এবং মানসিকভাবে ভারসাম্যহীন।
প্রেমিকার মা জানান, মেয়ে রাজি নয়, তাই বিয়ের প্রশ্নই আসে না।
গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, “মেয়ে ও পরিবার রাজি না থাকলে সমাধানের কোনো পথ নেই। পুলিশ বিষয়টি দেখছে।