লাকসামে অসুস্থ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে অসুস্থ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ

লাকসাম প্রতিনিধিঃ
আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনায় সাবেক সাংসদ কন্যা সামিরা আজিম দোলা ও বিজিএমইএ মহাসচিব ডঃ রশিদ আহমদ হোসাইনীর যৌথ উদ্যোগে মিলাদ দোয়া ও খাবার বিতরণ করেন।
লাকসাম উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-লাকসাম
পৌর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আমির হোসেন, সাবেক আহবায়ক হাজী মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শওকত আলম সেলিম, উপজেলা যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ খসরু প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরজাদা সৈয়দ মোঃ শাহাদাত হোসেন।
ওইদিন সকাল থেকে দলীয় কার্যালয়ে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হতে থাকেন।
খাবার রান্না করা শেষ হলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়।
দলীয় কার্যালয়ে খতমে কোরআন শেষে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত শেষে দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করেন।
এছাড়াও লাকসাম দৌলতগঞ্জ বাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *