লাকসামে মরহুম আলী নোয়ার মেম্বার স্মৃতি কাপ টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত

কুমিল্লা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে মরহুম আলী নোয়ার মেম্বার স্মৃতি কাপ টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মরহুম আলী নোয়ার মেম্বার স্মৃতি কাপ টুর্নামেন্ট”-এর জার্সি উন্মোচন অনুষ্ঠান।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে স্থানীয় ক্রীড়াঙ্গনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন মাহির সিড এর চেয়ারম্যান ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা মরহুম আলী নোয়ার মেম্বারের সমাজসেবামূলক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন—“আলী নোয়ার মেম্বার ছিলেন এলাকার একজন নিবেদিতপ্রাণ জনসেবক। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তার নামে এই টুর্নামেন্ট আয়োজন একটি প্রশংসনীয় পদক্ষেপ।”

 

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, সমাজসেবক এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও প্রাণবন্ত, যা এলাকার তরুণ সমাজে নতুন উৎসাহ ও ঐক্যের বার্তা এনে দিয়েছে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, আসন্ন সপ্তাহে “মরহুম আলী নোয়ার মেম্বার স্মৃতি কাপ” টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *