ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই সর্বোত্তম রাষ্ট্র ব্যবস্থা-ড. সরওয়ার ছিদ্দিকী

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই সর্বোত্তম রাষ্ট্র ব্যবস্থা-ড. সরওয়ার ছিদ্দিকী

লাকসাম প্রতিনিধিঃ

লাকসামে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই সর্বোত্তম রাষ্ট্র ব্যবস্থা।

বিভিন্ন রাষ্ট্র বিজ্ঞানিদের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, মূহাম্মদ সা. কর্তৃক মদীনায় প্রতিষ্ঠিত রাষ্ট্রই প্রথম আদর্শ রাষ্ট্র। খোলাফায়ে রাশেদার ৩০ বছরের শাসনকাল ২য় আদর্শ রাষ্ট্র। উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজের আড়াই বছরের শাসনকাল তৃতীয় আদর্শ রাষ্ট্র। আর কিয়ামত পর্যন্ত যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেটাই হবে চতুর্থ আদর্শ রাষ্ট্র।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুহাম্মদ সা. প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্র ব্যবস্থার বিধিবিধান আইন কানুনকে মূল ভিত্তি ধরে রাষ্ট্র চিন্তা করে। রাসূলের স. আদর্শে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রহ. ১৯৪১ সালে এ দল গঠন করেছিলেন। এর আগে থেকেই তিনি একটি কল্যাণ রাষ্ট্রের ধারনা তিনি বিশ্ববাসীর সামনে পেশ করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ এশা লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপালপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ছৈয়দ সরওয়ার ছিদ্দিকী আক্ষেপ করে বলেন, এদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। তারা আল্লাহর বিধান নামাজের বিষয়ে আপত্তি করে না, রোজার বিষয়ে আপত্তি করে না। হজ-যাকাতের বিষয়ে প্রতিবাদ করে না। যখন দ্বীন কায়েমের কথা বলা হয়- তখন তারা তা গ্রহণ করে না বরং প্রতিবাদ করে, বিরোধীতা করে।

অথচ যে কুরআন নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে সে কুরআনই দ্বীন কায়েমের কথা বলে। আর যারা এর প্রতিবাদ করে তারা অনেকেই জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, কয়েকবার হজ করা লোক, মসজিদের খাদেম, এতিমখানার খাদেম। তাদের যখন দ্বীন কায়েমের কথা বলা হয়; তারা প্রতিবাদ করে, বিরোধীতার জন্য সর্বশক্তি নিয়োগ করে। অথচ দ্বীন কায়েমে অংশ না নিলে সব নিরর্থক।

সরওয়ার ছিদ্দিকী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন মতের-ধর্মের ছাত্র-ছাত্রীরা, দেশের সেরা মেধাবী শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিয়ে নির্বাচিত করে এটাই প্রমাণ করেছে; তারাও মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মূল্যবোধ সম্পন্ন, ন্যায়-ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি মাস্টার আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেনের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সাজেদুল হক সাজেদ, কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ।
উঠান বৈঠকে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *