গৌরীপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইন আদালত ময়মনসিংহ সারাদেশ

গৌরীপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ

২৮ জুন ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সেনা অভিযানে চার কেজি গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) ভোররাতে উপজেলার রামগোপালপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মেজর সানজিদ ইমরান সাব্বির, ২ ইঞ্জিনিয়ার্স ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃত ব্যক্তি রামগোপালপুর গ্রামের মৃত শমসের আলী আকন্দের ছেলে মো. খোকন আকন্দ (৪২)।

অভিযানে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা এবং নগদ ৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোকন আকন্দ এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিল। সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *