
ভেড়ামারায় ৫৪তম জাতীয়
সমবায় দিবস পালিত
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, সমবায় শক্তি সমবায়ই মুক্তি’এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এবং সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদের হলরুমে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
তিনি বলেন, “এই দিবসের মূল লক্ষ্য হলো সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের উন্নয়নে এর গুরুত্ব তুলে ধরা এবং ‘সমবায় শক্তি, সমবায়ই মুক্তি’ এই স্লোগানের মাধ্যমে সমবায়কে একটি মুক্তির পথ হিসেবে উপস্থাপন করা। সমবায় সমিতির মাধ্যমে শুধু ঋণ নেওয়ার কাজ নয়, এখান থেকে নিজের ভাগ্য পরিবর্তন হয়।
অর্থনীতি সমবায় সমিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সিরাজগঞ্জে সমবায় সমিতির মাধ্যমে মিল্ক ভিটা দুধের কারখানা আছে। ঠিক এইভাবেই আমরা ভেড়ামারাতেও সমবায় সমিতির মাধ্যমে বড় কিছু করতে পারি।
” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, ভেড়ামারা থানার এসআই রুহুল ইসলাম, সাতবাড়িয়া পানি ব্যবস্থাপনার সমবায় সমিতি লি. সভাপতি রবিউল সরকার, উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন জিকে সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা শাপলা সার্বিক সমবায় লি. সম্পাদক মামুন আল ফারুক, উষা ভোগ্যপণ্য সমবায় সমিতি লি. সম্পাদক আল মাহমুদ সুমন। উপস্থাপনায় ছিলেন জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আসমান আলী।
এছাড়াও উপজেলা সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।