
লালমাই ক্রিকেট হকার প্রিমিয়ার
লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
‘মাদকের বিরুদ্ধে ক্রিকেট হকার’ এই স্লোগানে কুমিল্লা লালমাই উপজেলার জনপ্রিয় ক্রীড়া সংগঠন ক্রিকেট হকার লালমাই জোনের উদ্যোগে ক্রিকেট হকার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১৪ নভেম্বর সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই টুর্ণামেন্ট। ৬টি ক্রিকেট টিমের মধ্যে প্রতিযোগিতা শেষে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন এম.এ এন্টারপ্রাইজ এবং লিটন স্পোর্টিং ক্লাব। খেলায় চ্যাম্পিয়ন হয় এম.এ এন্টারপ্রাইজ। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ক্রিকেট হকার লালমাই জোনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এইচ সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাফেজ আহমেদ সোহেল। খেলায় ভার্চুয়ালি অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন লালমাই উপজেলার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহ-সভাপতি হেলাল উদ্দিন সুমন শিকদার, সহ-সভাপতি জাবের আহমেদ জাবেদ, ব্যবসায়ী মো. ইব্রাহিম, সাকির হোসেন, সাখাওয়াত হোসেন, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক শেখ নোমানসহ অনেকে। পরে সংগঠনের পক্ষ থেকে সেরা খেলোয়াড়দের পুরষ্কার দেওয়া হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হাফেজ সোহেল বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ২০২০ সালে একঝাঁক তরুণ সমাজ সেবক ও সংগঠকদের নিয়ে লালমাই ক্রিকেট হকার যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠার পর থেকেই ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার পাশাপাশি এলাকার হতদরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে অবদান রেখে যাচ্ছে সংগঠনটি।