মনোহরগঞ্জে ফুটওভার ব্রিজের দাবীতে মানববন্ধন

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মনোহরগঞ্জে ফুটওভার ব্রিজের দাবীতে মানববন্ধন

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার মনোহরগঞ্জে ফুট ওভার ব্রিজ স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলার বাতাবাড়িয়া গ্রামবাসী ও পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশন।

আজ শুক্রবার বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ঘন্টাব্যাপী কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পূর্ব বাতাবাড়িয়া বাইতুল আমান জামে মসজিদের সামনে শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লী, ও এলাকাবাসী ওই মানববন্ধন কর্মসূটি পালন করে।

পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢাকা মাইলস্টোন কলেজের শিক্ষক আবু বকরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফুটওভার ব্রিজ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডা: এ.এস.এম শাহরিয়ার আহমেদ শুভ, রাজনৈতিক ব্যাক্তিত্ব ইকবাল হোসেন, ডা: বেলায়েত হোসেন, পূর্ব বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সড়ক দুর্ঘটনায় আহত আবদুল লতিফসহ এলাকার ছাত্র ও যুব সমাজ।

উল্লেখ্যঃ মহা সড়কটি চার লেনে উন্নিত করার পর থেকে দূর্ঘটনা বেড়ে গেছে ।

কিন্তু বিভিন্ন বাজার ও বিদ্যালয়, মসজিদ সংলগ্ন এলাকায় অপরিকল্পিত ভারে ইউটার্ণ দেওয়া হয়।

ওই টার্ণ গুলোতে জেব্র ক্রসিং ও রাস্তার পাশ্বে গতি নিয়ন্ত্রণ সংম্বলিত সাইনবোর্ড না দেওয়ায় প্রায় সময় সড়ক দুর্ঘনা সংগঠিত হচ্ছে।

গত ৩ বছরে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পূর্ব বাতাবাড়িয়া এলাকায় ১০/১২ জন নিহত ও বহু আহত হয়ে বর্তমানে পুঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *