স্কুলে পাঠদান বন্ধ করে বিএনপির সভা করায় ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

স্কুলে পাঠদান বন্ধ করে বিএনপির সভা করায় ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। তারা উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে বুধবার (২০আগস্ট) কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে।

‘গত ১৭আগস্ট মৈশাতুয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ করে বিএনপির ব্যানারে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়েছে।

এতে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করেছে এবং বিষয়টি নিয়ে একাধিক প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ করেছে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে, যা দলীয় শৃঙ্খলাপরিপন্থী।

 

এ অবস্থায় আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। যাতে বিএনপির সুনাম নষ্ট হয়েছে বলে, আমরা মনে করছি। পাশাপাশি চিঠির লিখিত জবাব আগামী ৭দিনের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন  বিএনপির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম।

জানতে চাইলে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সকলকে নিয়ে বিএনপি করতে চাই। তবে তা হতে হবে শৃঙ্খলার মধ্যে। আমরা উপজেলা বিএনপি অবগত নয়, তারা মৈশাতুয়া ইউনিয়নে এমন কর্মসূচি পালন করেছে।

 

এতে আমাদের দলের বদনাম ও সুনাম নষ্ট হয়েছে। তিনি দলের শৃঙ্খলা মেনে সকল নেতাকর্মীদেরকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্যও অনুরোধ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *