
ফকিরা বাজারে অবৈধ বালু উত্তোলনে অভিযান
তাইপুর রহমান তপু, নেত্রকোনাঃ
বলগেট নৌকা জব্দ, এক শ্রমিক আটক, ১ লাখ টাকা জরিমানা।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র গভীর রাতে ফকিরা বাজার–বারই তাতীয়র নদী থেকে বলগেট ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল। এর ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধ প্রকল্প হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বারই তাতীয়রসহ আশপাশের গ্রামগুলো নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে।
গত জুলাই মাসে বারই তাতীয়র গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাদীস গ্রামবাসীর স্বাক্ষরসহ সেনাবাহিনী ক্যাম্প ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।
অভিযোগে বলা হয়, রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে ড্রেজার মালিকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছে।
অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী, ডিএসবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে বুধবার ভোরে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বলগেট নৌকা থেকে বালু খালাসের কাজ করতে থাকা কয়েকজন শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। তবে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মানিক মিয়া নামে এক শ্রমিককে আটক করা হয়।
নৌকার প্রকৃত মালিকানা জানতে চাইলে আটক মানিক মিয়া কিছু জানাননি।
পরবর্তীতে ইউএনও খবিরুল আহসান নৌকাটি জব্দ করেন এবং আটক মানিক মিয়াকে ফকিরা বাজার পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমানের কাছে হস্তান্তর করেন। ঘটনাস্থলেই এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।