রাজশাহী বোর্ডে এইচএসসিতে সাত বছরে পাসের হার সর্বনিম্ন

জাতীয় শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহী বোর্ডে এইচএসসিতে সাত বছরে পাসের হার সর্বনিম্ন

শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ; যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। গত বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর ২০২৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ এবং ২০১৯ সালে ৭৬ দশমিক ৩৮ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৪ হাজার ১৪৩ জন। এর মধ্যে ৬৯ হাজার ৩৩৪ জন ছাত্র ও ছাত্রী ৬৪হাজার ৮০৯ জন।

এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্রের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ এর দিক থেকে ছাত্রীরাও এগিয়ে রয়েছে। ছাত্র জিপিএ- ৫ পেয়েছে ৪ হাজার ৪৫৫ জন ও ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮২ জন।

এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *