
বুড়িচংয়ে ইউনিয়ন বিএনপির
নবগঠিত কমিটির পরিচিত সভা
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
শনিবার ১৩ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা উপলক্ষে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে।
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ ঘন মূহুর্তের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আয়োজিত বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পিপি এডভোকেট আ হ ম তাইফুর আলম।
আরো পড়ুনঃ
রাজশাহীতে ভন্ড পীর-ফকিরদের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, ময়নামতি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম শাহীন, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু ইউসুফ তুহিন, জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং পরিচালনা করেন যৌথ ভাবে সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি সাংবাদিক আবুল হোসেন ও যুগ্ম সম্পাদক আব্দুল সাত্তার মামুন।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন চেয়ারম্যান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন, সহ-ভাপতি মোশাররফ হোসেন মেম্বার, নুরুল ইসলাম আবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, আবু জাহের চৌধুরী, মোঃ রুহুল আমিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন কিবরিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন প্রমূখ।