
শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলার বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ধানুর পাড়া গ্রামের মৃত জিয়ার উদ্দিনের ছেলে মোঃ হাবুল মিয়া ও মোঃ জালাল উদ্দিন নামে দুই সহোদর ভাইকে বিগত ২০২৪ সালের ১৯ জুন একই গ্রামের মোঃ আমীর উদ্দিনের ভন্ড ছেলে মোঃ বাবুল মিয়া ও তার সহযোগিরা ওই দুই ভাইকে মাথায় কুপিয়ে জখম করার মামলা ধামা চাপা দিতে বাদী ও তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে পর্যায়ক্রমে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে ১৩ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় ধানুর পাড়া গ্রামবাসীর আয়োজনে ভন্ড বাবুল মিয়া ও তার সহযোগিদের শাস্তি দাবী করে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
শেরপুর—জামালপুর সড়কের পার্শ্বে দীর্ঘ মানববন্ধন কর্মসূচীতে আসা নারী পুরুষরা অভিযোগ করে বলেন, সদর উপজেলার ধানুর পাড়া গ্রামের মোঃ আমীর উদ্দিনের ভন্ড ছেলে বিগত সময়ে পারী নামের একটি এনজিওর প্রলোভনে খ্রিষ্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ার গুঞ্জন রয়েছে।
এছাড়াও তিনি জাতীয় পার্টির সময় কালে ওই পার্টির কর্মী এবং আওয়ামীলীগ শাসনামলে আওয়ামীলীগনেতা সর্বশেষ দেশের পট পরিবর্তন হলে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী হিসেবে পরিচয় দিতে থাকেন।
আরো পড়ুনঃ
এ বিষয়ে জামায়াত নেতৃবৃন্দ জানিয়েছেন মোঃ বাবুল মিয়া তাদের সংগঠনের নেতা বা কর্মী নয় বলে দাবী করেন। ভন্ড বাবুল মিয়া এসব রাজনৈতিক প্রভাব খাটিয়ে গ্রামের বিভিন্ন মানুষকে নানাভাবে হয়রানী করতে থাকেন। এরই এক পর্যায়ে একই গ্রামের ছমির উদ্দিনের কিশোরী কন্যা মোছাঃ মিনারা বেগম ওরফে মিনিকে ঘটনার দিন ১৯ জুন ওই গ্রামের একটি নির্জন স্থানে লম্পট ও এলাকায় বিতর্কিত ভন্ড মোঃ বাবুল মিয়া একা পেয়ে কু প্রস্তাব দেয়।
পরে ওই কিশোরী বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে এনিয়ে গ্রামবাসী শাসিল বৈঠক করে এবং শালিস বৈঠক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করে উল্টো ওই দুই সহোদর মোঃ হাবুল মিয়া ও মোঃ জামাল উদ্দিনকে মৃত রুস্তম আলীর ছেলে মোঃ আসলাম মিয়া, আমীর উদ্দিনের ছেলে মোঃ বাবুল মিয়া ছোট ভাই মোঃ সাজন মিয়া, মৃত আরজ আলীর ছেলে মোঃ আরিফ উদ্দিন ওরফে আহেদালী তার ভাই আমিনুল ইসলাম সহ অপরাপর চিহ্নিত ১২ জন ঘটনার দিন দেশীয় ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ওই দুই সহোদর ভাইকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।
পরে আহত দুই ভাইকে প্রথমে জামালপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসা তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এঘটনায় হাবুল মিয়ার স্ত্রী মোছাঃ আওলিয়া বেগম শেরপুর সিআর আমলী আদালতে বিগত ২৪-০৬-২০২৪ইং তারিখে ওই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং- সিআর ৭৯৩।
পরে হাসপাতাল কতৃর্পক্ষ ওই দুই ভাইকে গুরতর জখম সনদ পত্র দেওয়ার পর ভন্ড বাবুল ও তার সহযোগিরা ভীত হয়ে এবং আদালতে তাদের সাজা হওয়ার ভয়ে ওই মামলা ধামা চাপা দিতে মামলার বাদী আওলিয়া বেগম সহ তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে একের পর এক সাজানো মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে থাকেন।
এসব মিথ্যা মামলার বিরুদ্ধে এলাকার নারী—পুরুষ বিক্ষুব্দ হয়ে উঠেন এবং পরিশেষে ভন্ড বাবুল মিয়া ও তার সহযোগিদের শাস্তি দাবী করে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করে শনিবার দুপুরে ওই মানববন্ধন কর্মসূচী করেন।