উলিপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আইন আদালত জাতীয় রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

উলিপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ এনামুল হক, কুড়িগ্রামঃ

ঢাকা পল্টনে গণ অধিকার পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরুসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে উলিপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদ উলিপুর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা স্লোগানের মাধ্যমে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, “গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলে হামলা মানে জনগণের অধিকারকেই স্তব্ধ করার চেষ্টা।” তারা আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালিয়ে গণতন্ত্রকে রুদ্ধ করা যাবে না।

বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ শিগগিরই হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

 

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *