ব্রাহ্মণপাড়ায় প্রসূতির একসঙ্গে তিন সন্তানের জন্ম

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় প্রসূতির

একসঙ্গে তিন সন্তানের জন্ম

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক প্রসূতির একসঙ্গে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনিয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূ।

রোববার ১২ অক্টোবর  উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। মা ও সন্তানরা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোনিয়া আক্তার উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা তালুকপাড়া এলাকার সৌদি আরবপ্রবাসী ফয়সাল আহমেদের স্ত্রী। ফয়সাল–সোনিয়া দম্পতির এটি প্রথম সন্তান। একসঙ্গে তিন সন্তানের জন্মে পরিবারে আনন্দের বন্যা বয়ে গেছে।

হাসপাতালের গাইনি চিকিৎসক আয়শা খাতুন জানান, “সন্তান চেয়ে দম্পতি দুই বছর ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও ফল পাননি।

পরে তারা আমাদের শরণাপন্ন হন এবং নিয়মিত ফলোআপে ছিলেন।

রোববার সকালে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জন্ম হয়। মা ও তিন নবজাতকই সুস্থ আছেন।”

আরো পড়ুনঃ

গৌরীপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসনে গরু বিতরণ

 

শিশু বিশেষজ্ঞ ডা. এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, “জন্মের পর নবজাতকদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনটি শিশুই ভালো আছে। সোনিয়া আক্তারও শঙ্কামুক্ত।

কয়েক দিনের মধ্যেই মা ও সন্তানদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।”

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে প্রসব ব্যথা শুরু হলে সোনিয়াকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হাসপাতালে নেওয়া হয়।

পরীক্ষা–নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। গাইনি সার্জন আয়শা খাতুন সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন।

একসঙ্গে কোলজুড়ে তিন সন্তান পেয়ে খুশি পরিবারটি। নবজাতক ও প্রসূতির সুস্থতার জন্য তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *