গৌরীপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসনে গরু বিতরণ

অর্থনীতি জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসনে গরু বিতরণ

 

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ

 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমি, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুনর্বাসন কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি থেকে সরে এসে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ৬ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে গরু প্রদান করা হয়।

গরু পাওয়া সৌভাগ্যবানরা হলেন—মোঃ লিটন মিয়া (গ্রাম খালিজুড়ী), সখিনা বেগম (গ্রাম কান্দার), দুলাল মিয়া (গ্রাম বাশাটি), সালাউদ্দিন (গ্রাম গোবিন্দপুর), হাজেরা খাতুন (গ্রাম কাশিমপুর) এবং হেনা বেগম (গ্রাম টাঙ্গাটিপাড়া)।

সরকারের এই উদ্যোগে সুবিধাভোগীরা স্বাবলম্বী হয়ে সমাজে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *