লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অর্থনীতি আন্তর্জাতিক কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধে করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর (সোমবার) লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে, লালমাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ গোলাম মাওলা’র সভাপতিত্বে এবং কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ এর নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

মহড়া, র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ ইলিয়াস কাঞ্চন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মোঃ হোসনে মোবারক,কার্য সম্পাদন সহকারী মোঃ রুবেল হোসেন সহ হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর শিক্ষক -শিক্ষিকা, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন, অত্র‍ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, বজ্রপাত, বন্যা আগুন এগুলো নিয়ে আতংকিত হওয়া যাবে না ধৈর্যের সাথে ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, আজকে তোমরা যে মহড়া দেখেছো, যদি ভবিষ্যতে এমন পরিস্থিতি হয় তাহা তোমরা কাজে লাগাবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *