
মুরাদনগরে ট্রাক্টর-মোটরসাইকেল
সংঘর্ষে যুবক নিহত-১
সফিকুল ইসলাম, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইটবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
মোটরসাইকেলের অপর আরোহী মারুফ (২১) গুরুতর আহত অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাজিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাহাদের উভয়ের বাড়ি বাঙ্গরা বাজার থানার গাজীপুর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মোটরসাইকেলের সাথে অজ্ঞাতনামা একটি ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের ২ জন আরোহী গুরুত্বর আহতহন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।