
গোমস্তাপুরে মাদক ও পতিতালয়
উচ্ছেদের দাবিতে মানববন্ধন
কবির হোসেন, গোমস্তাপুরঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ও পতিতালয় উচ্ছেদসহ দোষীদের আইনী শান্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার, রহনপুর পৌর এলাকার পুনর্ভবা আইডিয়াল কলেজ মোড়ে রহনপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের দিঘীপাড়া, বেগুনবাড়ি, লালকোপরা ও কলেজপাড়ার সচেতন এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, প্রভাষক সারোয়ার জাহান মুকুল, মোস্তাকিম আহমেদ লালচান, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সাগর, নজরুল ইসলাম, সাদিকুল ইসলাম মিরু, আজাহার মোন্না, পরেস কর্মকার ও শাামিম।
এতে আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্রসহ এলাকায় সচেতন মহল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ওই এলাকায় দীর্ঘদিন হতে মাদক বেচাকেনা হয়ে আসছে।
এছাড়া ওই এলাকায় এক নারী পতিতালয় গড়ে তুলেছে। সেখানে বাইরে থেকে বিভিন্ন নারীকে এনে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসি নিষেধ করা শর্তেও তারা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মানববন্ধনে বক্তারা আরোও বলেন, ওই এলাকার পতিতালয় পরিচালনাকারী মোসা: সুন্দরীকে অতিবিলম্বে উচ্ছেদ ও তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।