সাংবাদিকতায় অবদানের জন্য সংবাদটুডে প্রতিনিধি হারুনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সাংবাদিকতায় অবদানের জন্য সংবাদটুডে প্রতিনিধি হারুনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ

সু শাসন ও মানবাধিকার উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে ১১ অক্টোবর  শনিবার এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের তিনযুগ পূর্তিত উপলক্ষে, হোসাইনিয়া পাক দরবার শরীফ, হযরত শাহকালা (রঃ) দরগাহ শরীফ এর সার্বিক সমন্বয়ে আইনশৃঙ্খলা ও সমাজ উন্নয়নে পুলিশসহ ১৭৮ ব্যক্তিকে গুণী জন সম্মাননা ক্রেক্ট প্রদান ও আগাম শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় রাজধানীর তোপখানা রোড শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ফুলের সংবর্ধনায় ছিলেন সিলেট বিভাগীয় সমন্বয়ক আজমল আলী শাহ।

আরো পড়ুনঃ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক এখন ‘হেরিংবন’

 

এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রণায়ের সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত।

তিনি বলেন, সু শাসনের যুগে বাঙ্গালীর নতুন রুপে আত্মপ্রকাশ হওয়ায় জবাব দিতে সবাই প্রস্তুত হোন, সময়ে আপনার চেতনা জাগ্রত করুন, নির্বাচিত জনপ্রতিনিধি তৈরীতে ভূমিকা রাখতে আহবান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন আজমল আলী শাহ, বীরমুক্তিযোদ্ধা এম এ কাদের  মন্ডল, ডা নাজনীন আহমেদ, মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, মোঃ আবু আহাদ আল মামুন দীপু মির, এম জি বাবর, ফখরুল ইসলাম আনসারী,নূর উদ্দিন, জালাল আজাদ, মোঃ সহিদুল ইসলাম, কবি মাহবুব আলম প্রমূখ।

অনুষ্ঠান শেষে অন্যান্যদের মধ্যে গুণিজন সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। সংবাদটুডে.কম,   দৈনিক যুগান্তর, দৈনিক কুমিল্লার কাগজের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন কে।

 সাংবাদিকতায় এবং  মানবাধিকারে অবদান রাখায় তাকে এশিয়া ছিন্মূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এ সম্মাননা

ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি ও  সংগঠনের সভাপতি। উল্লেখ্য  আইনশৃঙ্খলা ও সমাজ উন্নয়নে পুলিশসহ ১৭৮ ব্যাক্তিকে গুণী জন সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠান শেষে  বিশেষ  দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *