
খুলনায় সাত বছরের শিশুকে হাত-পা বেঁধে
কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক !
খুলনায় তিন দিন ধরে নিখোঁজ জিসান (৭) নামে শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে কুপিয়ে হত্যার পর বস্তাবন্দি মাটিতে পুতে রাখা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জিসান দেয়াড়ার মো. আলমগীর হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গত ৯ অক্টোবর বিকেল থেকে জিসান নিখোঁজ ছিল। কিন্তু কোথাও তার কোনো খোঁজ না পেয়ে বাবা আলমগীর হোসেন সেদিনই দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরির পর তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পার্শ্ববর্তী গ্রামের জি এম হান্নান শেখের ছেলে ফয়সাল শেখের (২৬) সঙ্গে সর্বশেষ জিসানকে দেখতে পান।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।