ভেড়ামারায় নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান

অর্থনীতি খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ভেড়ামারায় নারীদের

সেলাই প্রশিক্ষণ প্রদান

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় এডিবির সহযোগিতায় পিছিয়ে পড়া নারীগোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুর একটা সময় পৌরসভার আয়োজনে ও পৌরসভার হলরুমে নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-lUGIP জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ কর্মপরিকল্পনা GESIAP বাস্তবায়নের উদ্দেশ্যে দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিম্ন আয় এলাকার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে অর্থ অর্থনৈতিক স্বাবলম্বী করার লক্ষ্যে দর্জি ও সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।

আরো পড়ুনঃ

দৌলতপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের ব্যর্থতা স্বীকার

 

এই দর্জি প্রশিক্ষণে ভেড়ামারা পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে যাচাই-বাছাই করে ৬৫  জন হতদরিদ্র পিছিয়ে পড়া নারীদের দর্জি সেলাইয়ের প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন ভেড়ামারা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম  তিনি বলেন আপনারা বিনামূল্যে বাইশ দিনের দর্জি ও সেলাইয়ের প্রশিক্ষণ এর কার্যক্রম শুরু হয়েছে আপনারা মনোযোগ সহকারে এই সেলাই প্রশিক্ষণ গ্রহণ  করে নিজে স্বাবলম্বী হন।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, প্রকল্প প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইফতে খাইরুল, ইঞ্জিনিয়ার চঞ্চল হোসেন, ভেড়ামারা পৌরসভার প্রধান সহকারি রবিউল ইসলাম, দর্জি সেলাইয়ের প্রশিক্ষক সোনিয়া সুলতানাসহ প্রশিক্ষণ নিতে আসা মহিলারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *