জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ-দুর্নীতি চিরতরে নির্মূল করবে-ডঃ সরওয়ার ছিদ্দিকী

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ-দুর্নীতি চিরতরে নির্মূল করবে-ডঃ সরওয়ার ছিদ্দিকী 

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজঘাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, এদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠায় কোন অমুসলিমরা বাধা নয়; বরং মুসলমানরাই বাধা। এ বাধাকে অতিক্রম করে আমাদের কাজ করতে হচ্ছে। ইসলাম শুরু থেকেই তিনটি শ্রেণী থেকে বাঁধা প্রাপ্ত হয়েছে। একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় শক্তি, বিধর্মী শক্তি ও নিজের ধর্মের মধ্যে থাকা স্বার্থবাদী শ্রেণী।
জামায়াতে ইসলামী বিগত ৫৩ বছর এ তিনটি শক্তির মোকাবেলা করে এ পর্যায়ে এসেছে।
ছৈয়দ সরওয়ার ছিদ্দিকী বলেন, একজন ঈমানদার মুসলমান ভোটের বিষয়ে উদাসীন থাকতে পারেন না। ভোটের সাথে সাথে রাষ্ট্রীয় ক্ষমতা জড়িত। আর রাষ্ট্রীয় ক্ষমতার সাথে অর্থনীতি, সমাজ নীতি, সংস্কৃতি, বিচার ব্যবস্থা জড়িত, জীবন নীতি জড়িত।
এ ভোটকে উপেক্ষা করলে জীবনের ৮০ ভাগকেই উপেক্ষা করা হয়।
একজন মুসলমান ভুল নেতা নির্বাচন করলে হাশরের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
ডঃ সরওয়ার বলেন, জামায়াত কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ক্ষমতায় এলে পর্দার বিধান চালু করবে, পাশাপাশি নারী শিক্ষাও বাধ্যতামূলক করবে, পৃথক শিক্ষা ব্যবস্থা, কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করবে। সুদ মুক্ত অর্থনীতি, জাহিলী বিচার ব্যবস্থার পরিবর্তে শরিয়ার ভিত্তিতে ইনসাফভিত্তিক বিচার ব্যবস্থা চালু করবে।
প্রশাসনিক কাঠামো থেকে ঘুষ-দুর্নীতি চিরতরে নির্মূল করবে। চোরের হাত কাটা আইন চালু করবে। জামায়াত ক্ষমতায় গেলে মজলুম তার অধিকার ফিরে পাবে, কোন জালিমকে জুলুম করার সুযোগ দিবে না। যাকাত আদায় করে দারিদ্র বিমোচনে কাজ করবে।
আকাশ সংস্কৃতির নামে মুক্ত সংস্কৃতি তথা অশ্লীল সংস্কৃতির পরিবর্তে ইসলামী সংস্কৃতি চালু করবে। জামায়াত ক্ষমতায় গেলে নামাজ প্রতিষ্ঠা করবে।
মসজিদে আজান হলে সবাই নামাজ আদায় করে আবার কাজে ফিরে যাবে। অমুসলিমরা ধর্মীয় অবাধ স্বাধীনতা ভোগ করবে। সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কোন শব্দ থাকবে না। সকল ধর্মের নাগরিকরা সম অধিকার ভোগ করবে। জামায়াত ক্ষমতায় গেলে শান্তিপূর্ণ সুশৃংখল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।
এ সময় তিনি সমাজের সকল শ্রেণীর, সকল ধর্মের নারী-পুরুষের কাছে জামায়াতের আদর্শ তুলে ধরার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সুফল তুলে ধরার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ওয়ার্ড আমীর মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইনের পরিচালনায় ও আল আমিন ইনস্টিটিউট কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ খোরশেদ আলম তুহিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের ফয়সাল, ইসলামী ছাত্রশিবির লাকসাম পৌরসভা সভাপতি মোঃ নাজমুল ইসলাম।
অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, আল আমিন ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আলী আশরাফ, আম্মাজান জামে মসজিদের সভাপতি মোঃ মিজানুর রশিদ, ৪নং ওয়ার্ড আমীর ফয়সাল হোসেন মুন্সী, ২নং ওয়ার্ড যুববিভাগের সভাপতি মোঃ আবুবকর জাহিদ।
ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ আবুল কালাম ও টিম সদস্য কাজী শাহ আলমের ব্যবস্থাপনায় সমাবেশে শতশত কর্মী ও সমর্থক এ নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *