বুড়িচংয়ে নারকেল গাছ থেকে পড়ে ইউপি সদস্যের মৃত্যু !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে নারকেল গাছ থেকে

পড়ে ইউপি সদস্যের মৃত্যু !

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

বৃহস্পতিবার   কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের ফরিদ উদ্দিন মেম্বার নামের এক জন নারকেল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 বিষয়টি নিশ্চিত করেন একই গ্রামের এবং ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড।

ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমান ডায়মন্ড ও স্থানীয় সূত্র জানায় জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর রামচন্দ্র পুর পূর্বপাড়ার বড় বাড়ীর সাবেক ইউপি মেম্বার মোঃ ফরিদ উদ্দিন (৫৫) সকাল ৯ টায় বাড়ীর নারকেল গাড়ে  উঠে এবং হঠাৎ গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে মারাত্মক ভাবে আহত হন।

 স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমান ডায়মন্ড আরও বলেন তিনি নিজের নারকেল গাছ থেকে পড়ে মারা যাওয়ায় আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ী ও গ্রামবাসী নিয়ে আমরা রাত ৯ টায় মরহুমের জানাজা সম্পূর্ণ করে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করি।

 মৃত কালে তিনি ৪ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

এবিষয়ে ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইস্কান্দার আলী ভূঁইয়া আমির বলেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের মাধ্যমে আমি জানতে পারলাম  সাবেক সদস্য ফরিদ উদ্দিন নারকেল গাছ থেকে পড়ে মারা গেছেন এবং  রাতে তাকে জানাজা শেষে দাফন করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *