রাজশাহীতে পৃথক অভিযানে ৭ মাদককারবারি গ্রেফতার

আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহীতে পৃথক অভিযানে ৭ মাদককারবারি গ্রেফতার

শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহীতে ডিবি, বোয়ালিয়া, কর্ণহার, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা ও পবা থানার পুলিশ পৃথক অভিযানে ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

এসময় উদ্ধার করা হয়েছে ৪৫০ গ্রাম গাঁজা, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার দেশী চোলাই মদ এবং ৫ হাজার ২৫০ টাকা নগদ।

গ্রেপ্তারকৃতরা হলেন: মোছা তাজমিনা (৫৩), মো. বুলবুল ইসলাম (৪৯), মো. টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), নূর ইসলাম ওরফে শামীম (৩৫), মো. পারভেজ ইসলাম (২১), মো. ইমন ইসলাম (২৫) ও মো. বাদল আলী (১৯)।

অভিযানসমূহের সংক্ষিপ্ত বিবরণ: কাশিয়াডাঙ্গা: তাজমিনা গাঁজা বিক্রির সময় আটক; ২০০ গ্রাম গাঁজা ও ৪,৪৫০ টাকা নগদ জব্দ। বোয়ালিয়া: বুলবুলের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার।

কর্ণহার: টিয়ারুলের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৮০০ টাকা নগদ জব্দ। রাজপাড়া: নূরের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার। কাশিয়াডাঙ্গা: পারভেজের কাছ থেকে ৩ পিস ইয়াবা জব্দ। পবা: ইমন ও বাদলের কাছ থেকে ৫ লিটার দেশী চোলাই মদ উদ্ধার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব পদার্থ নিজেদের হেফাজতে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *