
গৌরীপুরে কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে ১১ অক্টোবর শনিবার সকাল ১০ টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ।
সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম মিলন এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কৃষক দলের সভাপতি কারিমেল হাকিম শাহী মুন্সী, ফুলপুর কৃষক দলের নেতা আব্দুর রশিদ, রারগোপালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারন সম্পাদক মো জাম্মেল হক মজনু, সাংগঠনিক সম্পাদক মোঃ মারফত আলী প্রমুখ।
বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ও কৃষি খাতের বর্তমান সংকট মোকাবিলায় জাতীয়তাবাদী কৃষক দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তাঁরা বলেন, বর্তমান কৃষক সমাজকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কৃষকদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।
আলোচনা সভায় গৌরীপুর উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গৌরীপুর।