সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত !

আইন আদালত রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত ! 

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামে ভ্যানযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এতে আলমগীর হোসাইন (৩৮) ও আতোয়ার রহমান (৬০) নামে ভ্যানের অপর ২ যাত্রী আহত হন।
নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালী বাজার এলাকার মেছের আলীর ছেলে।
 প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে সুন্দরগঞ্জ- ঢাকাগামী সোনালী পরিবহণের একটি যাত্রীবাহী বাস (নাইট কোচ) ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে।
বাসটি পৌরসভার অদূরে সুন্দরগঞ্জ সদর মহিলা দাখিল মাদ্রাসার নিকট পৌঁছিলে এর বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত একটি আটোভ্যানকে ধাক্কা দেয়।
এতে অটোভ্যানটি উল্টে পড়লে ঘটরাস্থলেই যাত্রী রাজু মিয়া নিহত হন।
 এছাড়া, অটোভ্যানের অপর ২ যাত্রী আহত হন।
এরা হলেন-জেলার সাদুল্যাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে আলমগীর হোসেন (৩৮) ও কামাপাড়া গ্রামের আতোয়ার রহমান (৬০)।
আহতদেরকে পুলিশ স্থানীয়দের সহাযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে আতোয়ার রহমানেরর অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান কর্মরত চিকিৎসক। ভ্যানযাত্রী আলমগীর হোসেন বলেন- ‘আমরা ঐ অটোভ্যানে করে সুন্দরগঞ্জে আসছিলাম। এ সময় বে-পরোয়াভাবে চালিয়ে আসা যাত্রীবাহী বাসটি আমাদের ভ্যানকে মুখোমুখি ধাক্কা দিলে ভ্যানসহ আমরা উল্টে যাই। এতে এ দুর্ঘটনা ঘটে’।
থানার এসআই আবু সাঈদ বলেন, গুরুতর আহত আতোয়ার রহমানের পিতার নাম এখনো পাওয়া যায়নি।
ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
আহত
থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন-দুর্ঘটনার পর ঘাতক বাসটি চলে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি চলছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *