
লোহাগাড়ায় ওলামা-মাশায়েখদের সাথে জামায়াতের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
চট্রগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া থানার উদ্যোগে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সম্মানিত ওলামা-মাশায়েখদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন—জুলাই মাসের জাতীয় সংসদকে ভিত্তি করে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। সবার জন্য সমান রাজনৈতিক ক্ষেত্র (Level Playing Field) নিশ্চিত না করলে নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।
ফ্যাসিস্ট সরকারের সব হত্যা, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
জনগণের রক্ত ও গণআন্দোলনের শক্তিকে উপেক্ষা করলে এই সরকারকে চরম পরিণতির মুখে পড়তে হবে।
তিনি নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের দায়িত্বশীল সকল ব্যক্তিবর্গের প্রতি এসব ন্যায়সঙ্গত গণদাবি বাস্তবায়নের আহ্বান ও কঠোর সতর্কবার্তা জানান।