
বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায়
যুবলীগের ২ নেতা গ্রেফতার
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলার দুই যুবলীগের নেতা ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার ১০ নভেম্বর রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর রানীর দিঘীর এলাকায় তার বাসা থেকে আটক করা হয়।
অপর দিকে ডিবি পুলিশের একই টিম ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল চন্দ্র শীল কে গ্রেফতার করে।
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেফতার কৃত বিল্লাল হোসেন চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল চন্দ্র শীল কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।