গণভোটসহ পাঁচ দফা দাবিতে ৮ ইসলামী দলের সমাবেশ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গণভোটসহ পাঁচ দফা দাবিতে

৮ ইসলামী দলের সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা।

 আজ মঙ্গলবার (১১ নভেম্বর-২৫ইং) দুপুর ২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে সমবেত হন তারা। প্রতিটি দলের নেতাকর্মীদের হাতে রয়েছে পাঁচ দফা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আন্দোলনকারী ৮টি দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

ইতোমধ্যে সমাবেশ মঞ্চে অবস্থান নিয়েছেন দলগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতারা। বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা।

5প্রতিটি দলের নেতাকর্মীদের হাতে রয়েছে পাঁচ দফা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন

তাদের পাঁচ দফা দাবি হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উচ্চকক্ষ ও নিন্মকক্ষে পিআর পদ্ধতি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পাঁচ দফার পক্ষে স্মারকলিপি নিয়ে পল্টন মোড় থেকে মিছিল সহকারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হন ৮ দলের নেতারা। তখন মৎস্য ভবন মোড়ে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে দলগুলোর শীর্ষ নেতারা গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *