গৌরীপুরে শহীদ জোবায়ের স্মৃতি মোটর বাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা বিনোদন ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে শহীদ জোবায়ের স্মৃতি মোটর বাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হুমায়ুন কবির, গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গোবিন্দপুর খেলার মাঠে সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় শহীদ জোবায়ের স্মৃতি মোটর বাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুল খালেক। ধারা বর্ণনায় ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব।

টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব বাবু সুজিত দাস।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল, মোঃ শাহজাহান সিরাজ, মোঃ জায়েদুর রহমান, মোঃ ইদ্রিস আলী, গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, বেগ ফারুক আহাম্মেদ, আরিফুল ইসলাম ভূইয়া এনাম, শাহজাহান কবির হিরা ও মোঃ গোঁলাম মোস্তফা।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ডৌহাখলা একাদশ বনাম রিয়াদ সেনা একাদশ।

খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমায় অসংখ্য দর্শক।

উল্লেখ্য, গত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে কাউরাট গ্রামের জোবায়ের পুলিশের গুলিতে শহীদ হন। তাঁর স্মৃতিকে ধারণ করে ও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে স্থানীয় যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *