গৌরীপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু !

আইন আদালত জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু !

গৌরীপুর প্রতিনিধিঃ

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবিদ নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকালে ঘটে যাওয়া এই ঘটনায় আহত হয়েছেন অন্তত পঞ্চাশজন। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, মৃত আবিদ ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য ছিলেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, “আবিদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।” রাত ৯টা পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।

রোববার গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভা ও ধানের শীষের প্রচারণার কর্মসূচি ছিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

একই সময়ে ধানমহালে মহিলা দলও পৃথকভাবে একই দিবস উপলক্ষে আরেকটি সমাবেশ আয়োজন করে। ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। দীর্ঘদিন ধরে হিরণ ও ইকবাল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

বিকেলে কেন্দ্রীয় নেতার সমাবেশ শেষ হওয়ার পর শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ভাঙা মঞ্চের ওপরে দাঁড়িয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

তিনি দাবি করেন—তাদের নারী সমাবেশে ৪-৫ হাজার কর্মী অংশ নেন।

ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইনের নির্দেশে আকস্মিক হামলা হয়েছে।

তার স্ত্রী সাইদা মাসরুরসহ অর্ধশতাধিক আহত।

৩০-৪০টি মোটরসাইকেল ভাঙচুর, চেয়ার-টেবিলসহ বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ।

হিরণ বলেন, “একজন ছাত্রদল কর্মী স্ট্রোক করে মারা গেছেন বলে শুনেছি। সেই মৃত্যুকেও আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।”

 

অন্যদিকে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন গ্রুপের নেতারা। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ অভিযোগ করেন—

শুক্রবার রাতে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পাপ্পুর ব্যক্তিগত অফিসে হিরণপন্থীদের হামলা।

অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশ পণ্ডের ষড়যন্ত্র

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে ৩৪টি রামদা জব্দ ও ৪ জন গ্রেফতার

সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে হামলা

একাধিক অফিসে ভাঙচুর, টিভি লুট, আসবাব রাস্তায় এনে অগ্নিসংযোগ

১০টি মোটরসাইকেল ভাঙচুর ও ১৫-২০ জন আহত

জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ

তিনি বলেন, “মহিলা দলের সমাবেশে কারা ছিল আমরা জানি না। তখন আমরা নিজেদের মিটিংয়ে ছিলা না।

হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও মোটরসাইকেল ভাঙচুরে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক তৈরি হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *