গৌরীপুর প্রেসক্লাব আহবায়ক রইস-সদস্য সচিব আনোয়ার

জাতীয় তথ্যপ্রযুক্তি ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুর প্রেসক্লাব আহবায়ক

রইস-সদস্য সচিব আনোয়ার

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে ৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন।
সভায় প্রথমে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ বিপ্লব।
এরপর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন মোঃ রইস উদ্দিন (প্রতিনিধি, দৈনিক যুগান্তর)।
সদস্য সচিব নির্বাচিত হন মোঃ আনোয়ার হোসেন শাহী (প্রতিনিধি, অবজারভার)।
কমিটির অন্য দুই সদস্য হলেন মোঃ হুমায়ুন কবির (প্রতিনিধি, জনবানী) এবং আলী হায়দার রবিন (স্বজন)।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেয়। পাশাপাশি সংগঠনের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন আহ্বায়ক কমিটির সদস্যরা।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *