
লালমাই হরিশ্চর স্পোর্টস একাডেমি
কর্তৃক ফুটবল লীগের ফাইনাল সম্পন্ন
গাজী মামুন, লালমাইঃ
কুমিল্লা লালমাই উপজেলার ক্রীড়া সংগঠন হরিশ্চর স্পোর্টস একাডেমি কর্তৃক ফুটবল লীগ-২০২৫ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
হরিশ্চর স্পোর্টস একাডেমির সভাপতি ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং রাইজিং স্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাবের হোসেন জাবেদ এর সঞ্চলনায় খেলায় উপস্থিত ছিলেন হরিশ্চর স্পোর্টস একাডেমির প্রধান কোচ আনোয়ার হোসেন বাবলু, বিশিষ্ট ক্রীড়ানুরাগী কাউছার আহমেদ টিটু, মাইফুল ইসলাম, আনোয়ারুল আজিমসহ অনেকে।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন রাইজিং স্টার স্পোর্টিং ক্লাব বনাম ফয়সাল একাদশ। টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় ফয়সাল একাদশ। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।