
রাজারহাটে প্রত্যাহারের ৮দিন পর
ওসি নাজমুল আলম পূনর্বহাল
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
গণদাবির মুখে ৮দিন পর রাজারহাট থানার ওসি নাজমুল আলমকে স্বপদে পূনর্বহাল করা হয়েছে।
৩ অক্টোবর সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরীত অফিস আদেশ জারীর পর ওসি নাজমুল আলম পুনঃ যোগদান করেন। তার পূনঃ যোগদানের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, এরআগে ১আগষ্ট রাজারহাট থানায় যোগদানের দুই মাসের মধ্যে গত ২৪ সেপ্টেম্বর রাতে ওসি নাজমুল আলমকে প্রত্যাহার করা হয়। পরদিন ২৫সেপ্টেম্বর এখবর জানাজানির পর জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রত্যাহারের ঘটনায় সমালোচনার ঝড় উঠে। ওই দিন বিকেলে তাকে পূনর্বহালের দাবিতে রাজারহাটের সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। এরপ্রেক্ষিতে শুক্রবার ওসি নাজমুল আলমকে পূনর্বহাল করে অফিস আদেশ জারি করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান।
ওসি প্রত্যাহারের পর স্বপদে,স্ব-কর্মস্থলে যোগদানের বিষয়টি বিরল বলে অনেকে মনে করেন।
উল্লেখ্য,এরআগে ওসি নাজমুল আলম রাজারহাট থানায় যোগদানের ২মাসের মধ্যেই মাদক,জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা তৈরি করতে ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ ও আইন বিরোধি নানা কর্মকান্ডে সচেতনতা তৈরির লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জুমার দিন মসজিদ সমূহে সচেতনতা মূলক আলোচনা সহ মাদক কারবারি ও জুয়াড়ি গ্রেফতারে কঠোর ভূমিকার জন্য তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ প্রাপ্তির পর সকাল ১১টায় আমি রাজারহাট থানায় যোগদান করেছি।