
রাজারহাট সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাটের সাংবাদিকদের সংগঠন রাজারহাট সাংবাদিক ফোরাম-এর ৩ মাস মেয়াদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাজারহাট সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে ফোরামের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার মো: তারেকুর রহমান ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক জনবাণী ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকার মো: সোহেল রানা এবং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার মো: এনামুল হক সরকার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের জনবাণী পত্রিকার মো: নজির হোসেন।
আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন, মো: হামিদুল ইসলাম, মো: আব্দুল হাকিম সবুজ, মো: বেলাল হোসেন, মো: আতাউর রহমান, মো: জাহিদ হাসান, মো: আশিকুর ইসলাম, মো: রোকনুজ্জামান রোকন, মো: দুলাল মিয়া, মো: রাকিবুল হাসান, মো: পলাশ হাসান প্রমুখ।
রাজারহাট সাংবাদিক ফোরামের মো: হামিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য মো: জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।