রাজারহাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইন আদালত রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

রাজারহাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ

সচেতন স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজারহাটের ছিনাই ইউনিয়নের জয়কুমার আবাসন এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

৫ অক্টোবর রবিবার দুপুরে তাকে অবৈধ মাদকদ্রব্য (স্কাফ) সহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ আনিসুর রহমান (২৮) ছিনাই এলাকার স্থায়ী বাসিন্দা।

 

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তার অপরাধমূলক তৎপরতার বিষয়ে নিশ্চিত তথ্য পেয়ে রাজারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আটককারীর কাছ থেকে পরিমাণ মতো অবৈধ মাদকদ্রব্য (স্কাফ) ও জব্দকৃত দ্রব্যাদি আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি নাজমুল আলম আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

পুরো রাজারহাট উপজেলাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করাই আমাদের লক্ষ্য।

 

এজন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”

তিনি মাদক বিরোধী এই সামাজিক সচেতনতাকে স্বাগত জানিয়ে বলেন, “স্থানীয় সচেতন নাগরিকদের এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এভাবেই মাদকের বিরুদ্ধে গড়ে উঠুক ব্যাপক সামাজিক আন্দোলন।”

এ ঘটনায় ছিনাই ইউনিয়নের সচেতন নাগরিক ও স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে রাজারহাট থানা পুলিশ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *