
নওগাঁ সীমান্তে অভিযানে বিপুল
পরিমাণ মাদকদ্রবসহ আটক-১
মাসুদ রানা, নওগাঁঃ
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অভিযানে নওগাঁ সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ১ জন চোরাকারবারী আটক।
সোমবার ( ২৯ সেপ্টেম্ব) ভোর ৪টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খাঁন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলফতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৫ বোতল ভারতীয় ফায়ারডিলসহ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ইশ্বরলক্ষীপুর গ্রামের মোঃ আঃ রশিদের ছেলে মোঃ উজ্জল হোসেন(২১) কে আটক করেন।
পরে আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে। মাসুদ রানা, পত্নীতলা