বুড়িচংয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করায় যুবলীগের ৩ জন আটক

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে শেখ হাসিনার জন্মদিন

পালন করায় যুবলীগের ৩ জন আটক

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ 

রোববার রাতে ২৮ সেপ্টেম্বর  কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর এলাকায় ফ্যাসিস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত  যুবলীগের ৩ নেতাকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক।
বুড়িচং থানার ওসি ও স্থানীয় সূত্র জানায় ফ্যাসিস শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নের আবিদপুর এলাকায় কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও আবিদপুর গ্রামের  মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলবও অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুনঃ

গোদাগাড়ীতে খেলতে খেলতেই পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর !

 

এ খবর পেয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক ও দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ প্রধানের নেতৃত্বে রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তিন জনই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।

অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতাদের উপস্থিতিতে কেক কাটা, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান ও দোয়া হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযো গমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এদিকে জন্মদিনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতেই পুলিশ তৎপর হয়ে ওঠে।
সোমবার দুপুরে এ বিষয়ে ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, ভিডিওতে তাদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলেছে।

 আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *