চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে শুক্রবার বিকেলে জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান।

উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, সাবেক সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, ঢাকা মহানগর জামায়াতের নেতা আইয়ুব আলী ফরায়েজী, সাবেক ভারপ্রাপ্ত আমীর আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কর্মপরিষদ জেলা ছাত্রশিবির সভাপতি মহিউদ্দিন রনি, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুনঃ

চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহবায়ক আমির-সদস্য সচিব ফখরুদ্দীন

কোরআন তেলাওয়াত করেন কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন কবির।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

অন্যথায় আন্দোলনের মাধ্যমে জামায়াত সব দাবী আদায় করতে সরকারকে বাদ্য করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *