
লাকসামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
লাকসাম প্রতিনিধিঃ
গণহত্যার বিচার, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার এবং আগামী নির্বাচন পিআর (Proportional Representation-PR) পদ্ধতিতে অনুষ্ঠানের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আজ এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত লাকসাম পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আহমদ উল্লাহ খালিদ।
এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম পৌরসভার সভাপতি মুফতি ইমরান হোসাইন লাকসামী।
এছাড়াও উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলানা ইউসুফ ফারুকী।