
শ্রীবরদীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ
শেরপুর প্রতিনিধি :
হত দরিদ্র ও নিম্ন আয়ের শ্রেণীর মানুষের জন্য সরকার কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে।
শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া বাজারে আবু শামা নামের এক খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে এ অভিযোগ তোলে স্থানীয় এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে গত ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্থানীয় জনতা ৭ বস্তা চাল পাচার কালে হাতেনাতে আটক করে।
পরে ডিলার আবু শামা কে খবর দিলে সে এসে কোন সদুত্তর দিতে পারে নি।
পরে আবু শামা ও তার লোকজন চাল জোর করে ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে সদ্য নিয়োগ পাওয়া খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার স্থানীয় যুবদল নেতা আবু শামার সাথে কথা বললে তিনি বলেন, আমি ছয় বস্তা চাল তাদের জাতীয় পরিচয়পত্র দেখে বিক্রি করেছি।
এছাড়া তারা আমার পরিচিত লোক। তবে একসাথে ৬ / ৭ জনের চাল এভাবে বিক্রি করা বৈধ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলে অনুমতি নিয়ে এমন কাজ করেছেন বলে জানান আবু শামা।
বিষয়টি জানতে চেয়ে শ্রীবরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুচিত্রা রানীর সাথে কথা বললে তিনি বলেন, শুধু পরিচয়পত্র বা ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে চাল বিক্রির কোন নিয়ম নেই বা এমন কথা আমি বলি নি। ওই ডিলার এমন কাজ করেছেন বলে আমরা জানতে পেরেছি।
ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।