
নিউইয়র্কে আখতার ও জারার উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় এনসিপির মানববন্ধন
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব ডা, তাসনীম জারারসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন করেছেন দলটির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে এনসিপির ব্রাহ্মণপাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটি।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম সরকার, কমিটির যুগ্ম সমন্বয়কারী মাসুদ আলম, তানভীর আলম সুমন,জুনায়েদ বাগদাদী,এনপিপির নেতা মাজহারুল ইসলাম, সাইদুল ইসলাম, রুমান সরকার, রিফাত হাসান, মামুনুর রশিদ সরকারসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আখতার হোসেন ও তাসনিম জারার সঙ্গে এই হামলার সময় অন্যান্য সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন। তবে প্রধান লক্ষ্যবস্তু ছিলেন এনসিপি নেতারা।
জুলাই বিপ্লবের সময় যারা জীবন বাজি রেখে লড়েছিলেন, তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হামলাকারীরা আজও থেমে নেই। বিদেশি মাটিতে এই সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, দেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও হুমকি।
তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় তারা।