
যারা পিআর চান-তারা পাকিস্তানে চলে যানঃ আবুল কালাম
লাকসাম প্রতিনিধিঃ
যারা পিআর চান-তারা পাকিস্তান চলে যান। আমরা কোন কুচক্রী মহলের সাথে আপোষ করবো না। আমরা স্বৈরাচারের দোসদের সাথে কখনও আপোষ করি নাই, আগামী দিনেও আপোষ করা হবে না।
আমাদের দলের কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে। কথাগুলো বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসামে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ র্যালিটি নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।
হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতার অংশগ্রহণে প্রাণবন্ত এই র্যালি লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা ও ভালোবাসা ব্যক্ত করেন। পাশাপাশি দলের আদর্শে উজ্জীবিত হয়ে জনগণের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির নেতা আমিরুজ্জামান আমির , উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান বদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, টিআর হারুন, বিএনপি নেতা ডাক্তার নুরুল্লাহ রায়হান , নুরুন্নবী মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, আবু বক্কর সিদ্দিক ভুঁইয়া মিল্টন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হাসেম মানু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বেল্লাল রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন, বিএনপি সব সময়ই গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেছে।
জনগণের প্রত্যাশা পূরণে আগামী দিনগুলোতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।
লাকসামের রাজপথে অনুষ্ঠিত এই র্যালি বিএনপির শক্তি, ঐক্য ও জনসম্পৃক্ততার এক উজ্জ্বল প্রমাণ হিসেবে ইতিহাসে স্থান করে নিলো।