
উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের তাড়ার
ভয়ে প্রাণ হারালো চিকিৎসক
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরায় উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের তাড়া খেয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক চিকিৎসক।
নিহত মোঃ নাজমুল হাসান আখন্দ চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি কুমিল্লা নগরীর বাদুড়তলা শিশু মঙ্গল এলাকার বাসিন্দা ছিলেন।
স্বজনরা অভিযোগ করে জানান, বুধবার চাঁদপুর জেলার শাহারাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন নাজমুল হাসান আখন্দ।
পথে লাকসামের বিজরায় একটি মোটরবাইকে দুই আরোহী চিকিৎসক নাজমুল হাসানকে তাড়া করে।
প্রথমে বাইক আরোহীরা নাজমুল হাসানের প্রাইভেট গাড়িতে আঘাত করে। এতে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়।
পরে নাজমুল হাসান আরো কিছুক্ষণ গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টাকালে গাড়ির ভেতর অসুস্থ হয়ে পড়ে।
এ সময় স্থানীয় নাসির নামে এক যুবক অসুস্থ নাজমুল হাসানকে গাড়িতে করে নগরীর বাদুড়তলায় একটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসান মারা যান।