
পীরগাছায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী এখন অন্তঃসত্ত্বা
মোস্তাক আহমেদ বাবু, রংপুরঃ
রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিন বাজার মুন্সিপাড়ায় ঘটে গেছে হৃদয়বিদারক ঘটনা।
মানসিক প্রতিবন্ধী কিশোরী মিম আক্তার (১৩) প্রতিনিয়ত ধর্ষণের শিকার হয়ে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।
অভিযোগের তীর স্থানীয় মোঃ আশরাফুল ইসলাম (৪৮) ও তার সহযোগী মুবিন মিয়া (১৯) -এর দিকে।
ভুক্তভোগীর দাদি কলিমন বিবি জানান,নাতনির অসহায়ত্বকে পুঁজি করে দিনের পর দিন নির্যাতন চালিয়েছে আশরাফুল। মেডিকেল পরীক্ষায় অন্তঃসত্ত্বার সত্যতা মিলেছে।
দিনমজুর বাবা মুকুল মিয়ার আক্ষেপ— “অভাব-অনটনে সংসার চলে। তবু মেয়ের জীবনে এমন কালো অধ্যায় লিখে দিল প্রভাবশালীদের আশ্রয়ে থাকা এদের মতো মানুষ।”
অভিযুক্তের স্ত্রী মনি বেগমের বক্তব্য—“স্বামী যদি অপরাধী হয়, আইন যেটা করবে আমি মেনে নেব।”
এলাকাবাসীর ক্ষোভ, “এতদিনেও আসামিরা ধরা পড়েনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে আইনশৃঙ্খলার প্রতি আস্থা থাকবে না।”
পীরগাছা থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া প্রতিশ্রুতি দিয়ে বলেন, “অপরাধী যেই হোক, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।”