
ইসলামপুর আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ এমদাদুল হক, জামালপুরঃ
১৩৯ জামালপুর-২ ইসলামপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উচ্চ শিক্ষিত,তরুণদের আইকন,মিষ্টভাষী, বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শরিফুল ইসলাম খান ফরহাদ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
তিনি কুলকান্দি ইউনিয়নের কৃতি সন্তান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ভাই।
প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, তিনি জাতীয়বাদী দল বিএনপি’র ৩১দফা জনগণের মাঝে তুলে ধরতে নিরলসভাবে কাজ করাসহ দলীয় প্রচার-প্রচারণা মিছিল-মিটিং ও গণসংযোগ করে যাচ্ছেন।
ইসলামপুরবাসী সুযোগ দিলে তিনি অনিয়ম-দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ ইসলামপুর উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবেন ।
তিনি আরো বলেন, ইসলামপুরকে আধুনিকতার মিশেলে গড়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।তিনি বলেন, সাংবাদিকেরা হলেন জাতির বিবেক সামাজের দর্পণ।
আপনারা নিরপেক্ষ থেকে প্রকৃত সত্য তুলে ধরুন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, কুলকান্দি ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি হাসান মাহাবুবুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সদস্য কামরুল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক পনির আহমেদ, কুলকান্দি ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান সোহাগসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের লাগানো সরকারি গাছ কেটে ফেললেন শিক্ষক