পিআর পদ্ধতিতে নির্বাচনী এই দেশে সুন্দর পরিবেশ তৈরি হবে: সৈয়দ রেজাউল করীম

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

পিআর পদ্ধতিতে নির্বাচনী এই দেশে সুন্দর পরিবেশ তৈরি হবে: সৈয়দ রেজাউল করীম

মো. তপন সরকার, হোমনাঃ

বার বার আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে ক্ষমতার মসনদে বসে ক্ষমতার অপব্যবহার করে আমাদের দেশকে নিয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমাদের দেশকে নিয়ে দেশের টাকা বিদেশে পাচার করা মানুষকে কষ্ট দেওয়া সে চিত্র ও আমরা দেখেছি বাংলাদেশে।

বিগত দিনে যারা দেশ চালিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তারা আমাদের দেশকে আর কি সুন্দর উপহার দিবে তা আমাদের বুঝতে বাকি নেই।

আপনারা দেখেছেন আমাদের সন্তান সোহাগ কে পাথর মেরে হত্য করেছে তার মরা লাশের উপর উঠে কিভাবে নৃত্য করেছে এদেশে আমরা আর চাই না।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে অফিসের ভাড়া চাওয়ায় মালিককে কারা নির্মমভাবে হত্যা করেছে তা আমাদের সামনে দিনের মত পরিষ্কার।

এদেশে সর্বোচ্চ চাঁদাবাজির জন্য তারা নিজেরা নিজেরা ঝগড়া লেগে দুইশত এর মত লোক মেরে ফেলেছে। ওদের কাছে কেন্দ্রীয় নেতা পর্যন্ত নিরাপদ নয়। বর্তমান নির্বাচন কমিশনের সামনে তারা যে আচরণ ও চরিত্র প্রকাশ করেছে সামনের নির্বাচন আমাদের দেশে সুষ্ঠু হবে তা কখনোই বিশ্বাস করা যায় না।

এখানো কান্না গুলো আমার কানে বাজছে, যখন মা বলেছিলো আমার সন্তান কতদিন হয় আমায় মা বলে ডাক দেয় না। আবু সাইদের রক্তের বিনিময়ে ফ্যাসিষ্ট হাসিনা পালিয়েছে। আমরা যেনো-তেনো নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় যেতে দিবো না।

যারা পিআর পদ্ধত্বির বিরুদ্ধে বলে তারা দেশের ভালো চায় না। পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন দিতে আজ সোমবার বিকাল ৫ টায় কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

জনসমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মুফতি তফাজ্জল হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ন মহাসচিব ইঞ্চিনিয়ার আশরাফুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুল হক, তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সাইদ আহমেদ সরকার প্রমুখ।

বুড়িচংয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *