অবহেলায় বিলীনের পথে ব্রাহ্মণপাড়ার ঐতিহাসিক মাধবপুর সাহেব বাড়ি

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় বিনোদন সারাদেশ
শেয়ার করুন....,

অবহেলায় বিলীনের পথে ব্রাহ্মণপাড়ার ঐতিহাসিক মাধবপুর সাহেব বাড়ি

সৌরভ মাহমুদ হারুন,  ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামে দাঁড়িয়ে আছে শতবর্ষ প্রাচীন ঐতিহাসিক সাহেব বাড়ি। একসময় এটি ছিল ব্রিটিশ সাহেবদের বসবাস, প্রশাসনিক কার্যক্রম এবং জমিদারি তদারকির কেন্দ্র। কিন্তু কালের বিবর্তনে আজ এ বাড়ি পরিণত হয়েছে ভগ্নপ্রায় পরিত্যক্ত স্থাপনায়।

অযত্ন-অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ঐতিহ্যের অনন্য সাক্ষ্য বহনকারী এ স্থাপনাটি।

সরেজমিনে দেখা যায়, সাহেব বাড়ির দেয়াল জুড়ে লতাপাতা আর বিশাল গাছের শিকড় জড়িয়ে ধরেছে পুরো কাঠামো।

খিলান আকৃতির দরজা-জানালা, পুরু লাল ইটের দেয়াল আর উঁচু ছাদের নকশা আজও যেন স্মরণ করিয়ে দেয় অতীত গৌরবের গল্প। তবে ফেটে যাওয়া দেয়াল, ধসে পড়া ছাদ আর জরাজীর্ণ দরজা-জানালা বলে দেয় অবহেলার কতটা শিকার হয়েছে এই ঐতিহাসিক স্থাপনাটি।

স্থানীয় প্রবীণ আব্দুল মালেক বলেন,
“আমাদের পূর্বপুরুষরা শুনিয়েছেন, ব্রিটিশ সাহেবরা এ বাড়িতে থাকতেন। এখন এটি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। সংরক্ষণ না করলে হয়তো আর কিছুই অবশিষ্ট থাকবে না।”

একই মত প্রকাশ করেন স্থানীয় শিক্ষক রফিকুল ইসলাম। তিনি বলেন,“এই সাহেব বাড়িকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তবে স্থানীয় অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি নতুন প্রজন্মও ইতিহাস জানতে পারবে।”

বিশেষজ্ঞদের মতে, মাধবপুর সাহেব বাড়ি কেবল একটি স্থাপনা নয়, এটি একটি ইতিহাসের দলিল। সরকারি উদ্যোগে যদি দ্রুত সংরক্ষণ ও সংস্কার করা যায়, তবে কুমিল্লার পর্যটন শিল্পে এটি যোগ করবে নতুন মাত্রা। এতে দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়বে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যে আসবে প্রাণচাঞ্চল্য।

আজ জরাজীর্ণ এই বাড়ি যেন নীরবে বলছে—
“আমাকে রক্ষা করো, আমি ইতিহাস।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *