ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ 

কুমিল্লার বুড়িচং উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে মোট কর্মকর্তা কর্মচারী রয়েছে ৭১ জন, ব্রাহ্মণপাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ৯০ কর্মকর্তা কর্মচারী গন ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই উপজেলা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর এলাকায় ঘনঘন লোডশেডিং এ সকল শ্রেণীর লোকজনের চরম ভোগান্তি হচ্ছে।

গত দুই দিন ধরে রাতে লোডশেডিং বেশী পড়ায় মানুষের কষ্ট হচ্ছে  চরম।

বুড়িচং উপজেলা সদরের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান ঘন ঘন লোডশেডিং হওয়ায়

আমাদের স্বাভাবিক কাজকর্ম ব্যহৃত হচ্ছে।

ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক ভাবে বসে কাজ কর্ম করা যাচ্ছে না।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর বুড়িচং উপজেলার জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান বুড়িচং অফিস কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৭১ জন। এর মধ্যে অফিসীয়ালী  ছুটু নিয়ে বাড়ী চলে যায় ২ জন। আর বাকী কর্মকর্তা কর্মচারীরা গণ ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় আমাদের বিদ্যুৎ সরবরাহে মারাত্মক  ব্যঘাত ঘটছে। তবে যে কোন সময় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে।

তিনি আরও জানান বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আমি এখন কাজ করে যাচ্ছি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও নিজ নিজ কর্মস্থলে কেউ যোগ দেয়নি । এতে মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে সেই সাথে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি।

আরো পড়ুনঃ

নকলায় স্বাস্থ্য কমপ্লেক্স ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নারী দালালকে অর্থদণ্ড

ব্রাহ্মণপাড়া উপজেলার বেনহাম ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার ইসমাইল নয়ন চৌধুরী ও কবি আতাউর রহমান চৌধুরী বলেছেন একদিকে গরম যেমন তেমনি পল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং।

এতে মানুষের অবস্থা সব দিক দিয়ে নাজেহাল অবস্থায় দাড়িয়েছে। মানুষ ও ব্যবসায়ীদের ফ্রিজে রক্ষিত প্রয়োজনীয় খাবার এবং  জীব রক্ষাকারী ঔষধ সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে।

অপর দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা জোনাল অফিসের ডিজিএম মোঃ আব্দুল আজি্জ জানান  মোট কর্মকর্তা কর্মচারী সংখ্যা হল  ৯০ জন। গণ ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে ৯৪ জন। আমি ( ডিজিএম)  চালক ১, অফিস সহায়ক ২, সিকিউরিটি গার্ড ২ জন উপস্থিত।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সারাক্ষণ কাজ করে যাচ্ছি। তবে যে কোন সময় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *